ভাস্কর চক্রবর্তী, সিক্কিম, বেঙ্গল টুডেঃ আজ বারডাং টানেলের কাছে ট্যাক্সি ও ভ্যানের সাথে সংঘর্ষ হয়। দুর্ঘটনা এতটাই গুরতর যে ভ্যান চালকের পা ভেঙে যায়।

চিকিৎসার জন্য তাকে নিয়ে যাওয়া হয় সিংতাম জেলা হাসপাতালে। অন্যদিকে মহেন্দ্র সভারির চালক মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন কিনা সেটা জানার জন্য পরীক্ষা করতে নিয়ে যাওয়া হয়।