“এখানে কোথাও নেই আমি,
বাকি সব যেমন তেমনই।” – সৌম্য চক্রবর্তী
ভাস্কর চক্রবর্তী, শিলিগুড়ি, বেঙ্গল টুডেঃ শিলিগুড়ির সুভাষপল্লীর বাসিন্দা তথা শিলিগুড়ির তরুণ সাংবাদিক ও চিত্রকর সৌম্য চক্রবর্তী চলে গেলেন। বুধবার দুপুরে তাঁর ঘর থেকেই ঝুলন্ত অবস্থায় মৃতদেহ পাওয়া যায়। ঠিক কি কারণে এই ঘটনা ঘটল তা সকলের কাছেই অধরা।

আজকাল, উত্তরবঙ্গ সংবাদ, সহ বহু পত্র-পত্রিকার সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল এই নবীন। সিসিএনের মতো সংস্থায়ও তিনি সাংবাদিকতা করেছেন। তাঁর এই অকালপ্রয়ানে শহরের বুকে শোকের ছায়া নেমে এসেছে। তরুণ সাংবাদিকের এইভাবে চলে যাওয়ায় শহরের বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে, শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবের সকল সদস্য-সদস্যারা গভীরভাবে শোকাহত।