Thank you for reading this post, don't forget to subscribe!
ভাস্কর চক্রবর্তী, শিলিগুড়ি, বেঙ্গল টুডেঃ আসিফার মতো টুইঙ্কেলকেও নির্মম অত্যাচার করে প্রমান লোপাট করার জন্য চোখ খুবলে, চামড়া ছিড়ে দিল কিছু পৈশাচিক ‘মানুষ’। এই নিষ্পাপ শিশুর হত্যার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে, শাস্তির দাবিতে শিলিগুড়ির ‘একটি প্রয়াসে’র তরফে মঙ্গলবার শহরের কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়া মেলা প্রাঙ্গনে ঠিক সন্ধ্যা ৭টার সময় আসিফা ও টুইঙ্কেল ছবিতে ফুল দিয়ে মোমবাতি জ্বালিয়ে এক সভা করা হল।