ভাস্কর চক্রবর্তী, শিলিগুড়ি, বেঙ্গল টুডেঃ শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধান নগর থানার অন্তর্গত চম্পাসারি এলাকার কলাবাড়ির খাইতে বালি বোঝাই ট্রাকের সাথে ধাক্কা লাগে এক সাইকেলারোহীর। গুরুতরভাবে জখম হয়েছে ওই সাইকেলারোহী। ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি এলাকায়।

অন্যদিকে, খবর দেওয়া হয় প্রধাননগর থানার পুলিশকে। পুলিশ এসে ওই জখম সাইকেলারোহীকে উদ্ধার করে শিলিগুড়ি জেলা সদর হাসপাতালে নিয়ে যায়।