বিশ্বেশ্বর মজুমদার, পশ্চিম ত্রিপুরা, বেঙ্গল টুডেঃ রবিবার সন্ধ্যা ৫ ঘটিকায় খোয়াই চাম্পাহাওড়ার থানার এস.ডি.পি.ও’য়ের নেতৃত্বে সুখিরায়বাড়ী থেকে ২ জন নেশাকারবারীদের আটক করে পুলিশ। জানা যায়, এই দুই নেশা কারবারিদের বাড়ী রাজধানী আগরতলার যোগেন্দ্র নগর এলাকায়। এই দুই নেশা কারবারী হলো দেবান্ত দাস ( ২৮ ), বিশ্বজিৎ দাস ( ২৮ )।

ধর্মনগর থেকে আগরতলা যাবার পথে ওদের কাছ থেকে উদ্ধার হয় নেশার সামগ্রীর দশ হাজারটি ইয়াবা ট্যাবলেট। যাঁর বাজার মূল্য ৬ থেকে ৭ লক্ষ টাকা। এস.ডি.পি.ও সৌরভ সেন জানান, নেশা কারবারিদের টি.আর ০১ এ.সি ৭১৭৯ বাইকে করে ধর্মনগর থেকে আগরতলা যাবার পথে গোপন খবরের ভিত্তিতে আটক করে পুলিশ। বর্তমানে পুলিশ ধৃত দুই যুবককে জিজ্ঞাসাবাদ করছে।
You May Share This