মনিশঙ্কর বিশ্বাস, হাওড়াঃ কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলায় ৪২ জন সিআরপিএফ জওয়ানদের মধ্যে শহিদ হন হাওড়ার বাউড়িয়ার চককাশীর এক জওয়ান। নাম বাবলু সাঁতরা। অবশেষে শনিবার সেই জওয়ানের মরদেহ এসে পৌঁছায় কলকাতা বিমানবন্দরে। অপরদিকে এদিন সকাল থেকেই শেষ কৃত্যে উপস্থিত থাকার জন্য অসংখ্য মানুষ ভিড় জমিয়েছে সাতরা বাড়ির সামনে। শুধু তাই নয় তাকে শেষ শ্রদ্ধা জানাতে বাড়ির সামনে মঞ্চ বেঁধে গার্ড অফ অনারের ব্যবস্থাও করা হয়েছে। অপরদিকে গ্রামের বীর জোয়ান কে শ্রদ্ধা জানাতে বন্ধ এলাকার দোকান বাজার, রান্না হয়নি বাড়িতে। গোটা এলাকায় শোকের ছায়া বর্তমান। ফলে মানুষের সমাগম এতটাই যে প্রশাসনকে হিমশিম খেতে হচ্ছে।
Thank you for reading this post, don't forget to subscribe!