মিজান রহমান, ঢাকাঃ নোয়াখালীর সুবর্ণচর উপজেলার তোতার বাজার এলাকায় সোনাপুর-হাতিয়া স্টিমার ঘাট সড়কে সেনা বাহিনীর একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে। এতে ঘটনাস্থলে সেনা সদস্য ফয়েজ ও মাসুম এবং হাসপাতালে চিকিৎসাধীন ফিরোজ সহ তিন সেনা সদস্য নিহত হয়, আহত হয় আরো ৯ জন সদস্য।
Thank you for reading this post, don't forget to subscribe!
৮ই জানুয়ারি শুক্রবার বিকাল সোয়া তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল সোয়া তিনটার দিকে সেনাবাহিনীর ২১ ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়ানের একটি দল সিলেট থেকে হাতিয়ার স্বর্ণদ্বীপ যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে তোতার বাজার এলাকায় রাস্তার পাশে ডোবাতে পড়ে যায়। এতে গাড়িতে থাকা সকল সদস্য আহত হয়। পরে তাদের উদ্ধার করে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
চরজব্বার থানার ওসি মো. শাহেদ জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলে ফয়েজ ও মাসুম মারা যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় ফিরোজ নামে আরো এক সদস্য নিহত হয়। এছাড়া আহত আরো ৯ সেনা সদস্যকে বিভিন্ন স্থানে চিকিৎসা দেওয়া হচ্ছে।