স্বর্ণেন্দু রায়, পশ্চিম মেদিনীপুরঃ কেন্দ্রের মেক ইন ইন্ডিয়া প্রকল্প পশ্চিমবঙ্গে সফল না হওয়ার কারন হিসেবে এরাজ্যের ভুল নীতিকে দায়ী করলেন কেন্দ্রের ভারী শিল্প দপ্তরের রাষ্ট্রমন্ত্রী বাবুল সুপ্রিয়। এদিন তিনি পশ্চিম মেদিনীপুরের খড়গপুর আইআইটিতে শিল্পের গবেষণাগার ও অত্যাধুনিক প্রযুক্তির পরিকাঠামো কেন্দ্রের শিল্যানাস করতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন। তিনি বলেন, “বাংলায় ভারী শিল্প না গড়ে ওঠার মূল কারণ জমি অধিগ্রহনের সমস্যা। আরো সমস্যা রয়েছে, যেমন রাজ্যের আইন শৃঙ্খলার সমস্যা রয়েছে, ঋণ মেলার সমস্যা রয়েছে। এখানে শিল্পে উৎসাহ দেওয়া হয়না । মুদ্রা ঋণের সুফল পাননা এখানকার শিল্পোদ্যোগীরা। এইসব বিভিন্ন সমস্যার জন্য এখান থেকে চলে গেছে টাটা দের ন্যানো কারখানা। এখানে ভারী শিল্প স্থাপনের জন্য এস ই জেড এর অনুমতি না মেলায় মুখ ফিরিয়ে নিয়েছে বড় বড় শিল্প সংস্থা।”
Thank you for reading this post, don't forget to subscribe!
এখানে ঢাক ঢোল পিটিয়ে বিশ্ব শিল্প সম্মেলন করা হচ্ছে। শিল্প মন্ত্রী বলছেন ২ লক্ষ কোটি টাকা বিনিয়োগ এসেছে। অথচ আমরা জানতে পারিনি কোথায় শিল্প কারখানা গড়ে উঠেছে। সবই লোক দেখানো। এজন্য রাজ্য সরকারের নীতি বদলাতে হবে বলেও জানান তিনি।