সমাপ্তি রায়, এলাহাবাদঃ কুম্ভমেলায় মৌনি অমাবস্যার শাহিস্নানের পুণ্যার্থীদের ঢল।সরকারের তথ্য প্রায় ৩কোটি পুণ্যার্থী শাহীস্নান করেছেন।এই মেলা ঘিরে নিরাপত্তা ব্যবস্থা ছিল চোখে পড়ার মতো।এডিএম প্রয়াগরাজ চন্দ্রপাল তিওয়ারি জানান এ বছর ২২৫০০ বায়ো টয়লেটের ব্যবস্থা করা হয়েছিল।সরকারি তাঁবুর ব্যবস্থা করা হয়েছিল যেখানে পুণ্যার্থীরা ১০০ টাকার বিনিময়ে থাকার জায়গা পেয়েছেন।এই সময় সব মানুষ একই পরিষেবা পেয়েছেন।কোনো বিশেষ ব্যক্তির জন্য বিশেষ ব্যবস্থা ছিল না।ভারত সেবাশ্রম সংঘের তরফে থাকার ব্যবস্থা, ভান্ডারার ব্যবস্থা করা হয়।তাঁদের প্রায় ২০০ সাঁতারু স্বেচ্ছাসেবক গঙ্গার তীরে আপতকালীন অবস্থায় সেবাদানের জন্য।
Thank you for reading this post, don't forget to subscribe!