Thank you for reading this post, don't forget to subscribe!
জয় চক্রবর্তী, ঠাকুরনগরঃ নরেন্দ্র মোদীর সভা নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে বিজেপি ও তৃণমূলের মধ্যে টানাপোড়েন চলেছে। মতুয়া মহাসংঘের পরিবারেও আড়াআড়ি ভাগ হয়ে গিয়েছে। মোদী গিয়ে বড়মার সঙ্গে দেখা করার সুযোগ পাবেন কিনা তা নিয়ে জল্পনা তৈরি হয়েছিল।
সেই জল্পনা বাড়িয়ে দিয়েছিলেন তৃণমূলের উত্তর ২৪ পরগনা জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক। প্রধানমন্ত্রীর আসার কথা জানিয়েছিলেন মতুয়া সমাজের প্রধান বীণাপানি দেবীর নাতি শান্তনু ঠাকুর। তার পাল্টা জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, বড়মা দেখাই করবেন না নরেন্দ্র মোদীর সঙ্গে। এমনকি এই নিয়ে চ্যালেঞ্জও ছোঁড়েন তিনি।
মতুয়া মহাসংঘের সভায় এসে সকলের মন জয় করে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন সকালে বিশেষ চপারে করে ঠাকুরনগরে মতুয়া মহাসংঘের বড়মা বাণাপানি দেবীর বাড়িতে যান প্রধানমন্ত্রী। তারপরে সেখানে অসুস্থ বড়মার সঙ্গে দেখা করে আশীর্বাদ নেন। সেখান থেকে ঠাকুর মন্দিরে প্রণাম সেরে মোদী ওঠেন সভায় ভাষণ দিতে।