Thank you for reading this post, don't forget to subscribe!
জয় চক্রবর্তী, ঠাকুরনগরঃ মোদীর বহু প্রতীক্ষিত ঠাকুরনগরের সভা আর সেই সভা থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়কে চড়া ভাষায় আক্রমণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ভাষণের শুরুতে প্রধানমন্ত্রী বলেন, ঠাকুরনগরের মাটি পবিত্র মাটি। বিভূতিভূষণের পথের পাঁচালির কথাও উল্লেখ করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন বাংলার মাটি মনীষীদের স্নেহ ধন্য।
সমাবেশে মানুষের ভিড়ে খুশি প্রধানমন্ত্রী। তিনি বলেন, দিদির হিংসা কেন, তা এবার বুঝতে পারছেন। মানুষের ভালবাসাতেই দিদির হিংসা বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে সিন্ডিকেট ট্যাক্স লাগবে না। তিনি আরও বলেন, গণতন্ত্রকে বাঁচানোর নাটক করা হচ্ছে। সমাবেশে নাগরিকত্ব বিলের কথাও উল্লেখ করেন মোদী।