আরিফ হোসেন, সাগরদিঘিঃ কৃষকদের আর্থসামাজিক উন্নয়নে কোটি কোটি টাকা খরচ করে রাজ্যের সবকটি ব্লকে নির্মিত হয়েছে কৃষক বাজার। জেলার প্রায় বেশিরভাগ কৃষক বাজার সবুজ সাথী প্রকল্পের সাইকেল রাখার জায়গা কিম্বা কৃষি মাটি উদ্যান মেলা করা ছাড়া আর তেমন কোন আয়ের জায়গা হিসাবে চিহ্নিত হয়নি। তাই শীত ঘুম থেকে উঠে পড়েছে প্রশাসন। বিরোধীদের মন্তব্য কৃষক বাজারগুলি বর্তমানে ভূতের বাসা হয়েছে। পরিকল্পনা রুপায়নে এলাকার ভৌগলিক ও সামাজিক অবস্থান সম্পর্কে চিন্তা ভাবনা প্রয়োজন ছিল।
Thank you for reading this post, don't forget to subscribe!
সাগরদীঘি ব্লক প্রশাসনও বসে নেই। সাগরদীঘি ব্লকের বিডিও শুভজিৎ কুণ্ডু মহাশয় সংশ্লিষ্ট দফতরের আধিকারিক এবং পঞ্চায়েত সমিতির সভাপতি বেরাজুল ইসলাম সহ সভাপতি জাহান্নারা বিবি ও জনপ্রতিনিধিদের সঙ্গে এক সভায় সম্মিলিত উদ্যোগে বাজার চালু করার সিদ্ধান্ত নেন।
গতকাল ভোর চার টা থেকে এই উদ্যোগকে উদ্দেশ্যে ঝাপিয়ে পড়েন সাগরদীঘির বিডিও শুভজিৎ কুণ্ডু তাঁর দিকে সহযোগিতার হাঁত বাড়িয়ে দিয়েছেন সাগরদীঘি পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মদক্ষ মেহেবুব আলম থেকে এলাকার বিশিষ্ট সমাজসেবী ও এলাকার মানুষজন।