Thank you for reading this post, don't forget to subscribe!
ওয়েব ডেস্ক, বেঙ্গল টুডেঃ ট্রেলারের পর এবার মুক্তি পেল ইন্দ্র কুমারের টোটাল ধামালের প্রথম গান। ধামাল সিরিজের তৃতীয় সিক্যুয়েলে অজয় দেবগণ, অনিল কাপুর ও মাধুরী দীক্ষিতরা যে জমজমাট রসদ নিতে হাজির হতে চলেছেন, তা আরও একবার বোঝা গেল ‘পয়সা পয়সা’ গানটি দেখে।
এই গানে ছবির সব স্টারকাস্টের সঙ্গে পরিচয় করানো হয়েছে। সবাই হাজির হয়েছেন নীল পোশাকে। গৌরব-রোশিনের তৈরি এই গান গেয়েছেন দেব নেগী, শুভ্র গঙ্গোপাধ্যায় ও অর্পিতা চক্রবর্তী। গানটি লিখেছেন কুঁয়ার জুনেজা। এই ছবিতে ২৬ বছর পর একসঙ্গে দেখা যাবে ধক ধক গার্ল মাধুরী ও তাঁর ‘মিস্টার ইন্ডিয়া’ অনিল কাপুরকে। তাঁরা ছাড়াও রয়েছেন অজয় দেবগণ, রীতেশ দেশমুখ, আরশাদ ওয়ারসি, জাভেদ জাফরি।