স্বর্ণেন্দু রায়, মেদিনীপুরঃ আত্মীয়ের বাড়ি থেকে বাইকে করে বাড়ি ফেরার পথে জঙ্গলে হাতির আক্রমনে গুরুতর আহত হন এক ব্যক্তি। আহতের নাম অসীত চৌধুরী। বয়স ৫৫। বাড়ি গড়বেতার আমশোল গ্রামে।
Thank you for reading this post, don't forget to subscribe!
জানা যায়, এদিন সন্ধ্যেবেলা চন্দ্রকোনা থানার অন্তর্গত কেশেডাল থেকে বাইকে করে আত্মীয়ের বাড়ি থেকে গড়বেতার আমশোল গ্রামে ফিরছিলেন অসীত চৌধুরী নামক ওই ব্যক্তি। বাড়ি ফেরার পথেই দুদিকেই খামারখালি ঘনজঙ্গল, সেইখানেই বাড়ি থেকে প্রায় এক কিমি দূরে আমশোল এলাকায় একটি দলছুট হাতি জঙ্গল থেকে আচমকাই রাস্তায় উঠে পড়ে। এরপর হাতির আক্রমনে বাইকের নিচে পড়ে গেলে পায়ে করে আঘাত করে হাতিটি। এর দরুন ওই ব্যক্তির দুটি পা ভেঙ্গে গেছে বলে জানা যায়। যদিও রাস্তার সামনে একটি গাড়ি চলে এলে তার লাইট দেখে হাতিটি পালালে স্থানীয়রা সাথে সাথে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়।
উল্লেখ্য,গত কয়েকদিন ধরে ধামকুড়িয়া বিটের পানশিউলি জঙ্গলে ৪০-৪৫ টি হাতির পাল তান্ডব চালাচ্ছে। সম্ভবত ওই পাল থেকেই একটি হাতি দলছুট হয়ে পাশের জঙ্গলে রয়ে যায়। তবে এ বিষয়ে এখনও পর্যন্ত বনদপ্তরের তরফ থেকে কোনও প্রতিক্রিয়া মেলেনি বলে জানা যায়।