মিজান রহমান, ঢাকাঃ ২৯শে ডিসেম্বর, শনিবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের সময় দেশের কোথাও অরাজক পরিস্থিতি তৈরি হলে কঠোর হাতে দমন করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা। ২৯শে ডিসেম্বর শনিবার বিকেল ৩ টের দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনের সর্বশেষ প্রস্তুতি নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। নুরুল হুদা বলেন, “প্রত্যাশিত একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দ্বারপ্রান্তে পৌঁছে গেছি। আগামীকাল সকাল ৮ ঘটিকায় দেশব্যাপী একযোগে ভোট শুরু হবে। নির্বাচনের আগে বিভিন্ন জায়গায় সুষ্ঠু পরিবেশ ব্যাহত হয়েছে জানিয়ে সিইসি বলেন, “এগুলো আমাদের কাম্য ছিল না। সহিংসতার কারণে যেখানে ফৌজদারি অপরাধ ঘঠিত হয়েছে। সেখানে নিরপেক্ষ তদন্ত করে, দায়ী ব্যক্তিদের কে বিচারের সামনে হাজির করার জন্য সংশ্লষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিচ্ছি।” তিনি আরও বলেন, “আগামীকালের নির্বাচনের সকলের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সর্বস্তরের সদস্যদের নির্দেশ দিচ্ছি। সহিংস কিংবা নাশকতামূলক অবস্থার সৃষ্টি হলে তা কঠোর হাতে দমন করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিচ্ছি।