28 C
Kolkata
Saturday, July 27, 2024
spot_img

শিশুপাচারের তদন্তে এবার সি আই ডি

 

শান্তনু বিশ্বাস, হাবড়াঃ এর আগেও শিশু পাচারের ঘতনার জেরে উওর ২৪ পরগনার বাদুড়িয়া খবরের শিরোনামে আসে। এবার সেই শিশু পাচারের ঘটনা ঘটলো উওর ২৪ পরগনার অশোকনগরে। শিশু পাচারের অভিযোগে সিল করা হল অশোকনগরের বনানী নার্সিংহোম। জানাগিয়েছে, সিল করতে হাজির ছিলেন হাবড়া থানা ও অশোকনগর থানার পুলিশ ও অশোকনগর হাসপাতালের সুপার ও জেলার ডেপুটি সি এম ও এইচ ড:স্বপন বিশ্বাস। বিকাল ৩:৪৫ মিনিটে আধিকারিকেরা আসেন ৪:২০ পর্যন্ত সময় নেন প্রধান গেট ও ভিতরের গেট সিল করতে।

অপরদিকে, শিশুপাচারের ঘটনার তদন্তে সি আই ডি-র একটি দল ১৮ই ডিসেম্বর হাবরা থানায় পৌঁছায়। পরে হাবড়া হাসপাতালে যায়। ২০১৬ সাল থেকে লাইসেন্স ছাড়াই চলছিলো এই নার্সিংহোম। স্বাস্থ্য দপ্তর থেকে বন্ধ করার অনুমতি চাওয়া হয়। কিন্তু গত ৩ দিনে স্বাস্থ্য দপ্তরের কোনও হেলদোল দেখা যায়নি বলে অভিযোগ। ১৮ই ডিসেম্বর দুপুরে উত্তর ২৪ পরগনার জেলাশাসক অন্তরা আচার্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক রাঘবেশ মজুমদারকে তীব্র ভর্ৎসনা করেন। বেআইনি ওই নার্সিংহোমের বিরুদ্ধে কেন এতদিন ব্যবস্থা নেওয়া হয়নি, তার ব্যাখ্যা চান। সঙ্গে জেলার এমন কটা নার্সিংহোম লাইসেন্স রিনিউ করেনি, সেই রিপোর্টেরও তলব করেন তিনি। আর তারপরই ওই নার্সিংহোম সিল করে দেওয়া হয়। এর পাশাপাশি এদিনই সি আই ডির ৩ জনের এক প্রতিনিধি দল হাবরা থানায় আসে। এর সাথে বাদুড়িয়ার শিশু পাচার র‍্যাকেট যুক্ত কী না, এ বিষয় গোটা ঘটনাটির ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে দেখছে সি আই ডি আধিকারিকরা।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles