29 C
Kolkata
Saturday, July 27, 2024
spot_img

বাংলাদেশে ওসমানী বিমানবন্দর থেকে বহুল পরিমান বাজেয়াপ্ত স্বর্ণ

মিজান রহমান, ঢাকাঃ বাংলাদেশের সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৬ কেজি ৩২ গ্রাম ওজনের ৫২ পিছ স্বর্ণের বার বাজেয়াপ্ত করে কাস্টমস কর্তৃপক্ষ। ১৫ই ডিসেম্বর শনিবার সকালে এই বারগুলো বাজেয়াপ্ত করে বাংলাদেশ কাস্টমস কর্মকর্তারা। এ বারগুলোর আনুমানিক মূল্য ২ কোটি ২ লক্ষ টাকা। একইসঙ্গে ১১ কার্টুন বিদেশি সিগারেটও জব্দ করা হয়েছে।

জানা যায়, ১৫ই ডিসেম্বর শনিবার সকাল ৮টা ৫০ মিনিটে দুবাই থেকে আসা বিজি-২৪৮ ফ্লাইটের ওভার হেড বাঙ্কার থেকে পরিত্যক্ত অবস্থায় এসব স্বর্ণ জব্দ করা হয়। এই অভিযানে নেতৃত্ব দেন এসি কাস্টমস আহমেদুল রেজা চৌধুরি। বিমানবন্দর কাস্টমসের সহকারি রাজস্ব কর্মকর্তা উজ্জল রায় বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে স্বর্ণের বারগুলো বাজেয়াপ্ত করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিন যাত্রীকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদ শেষে তাদের ছেড়ে দেওয়া হয়। তবে এ ঘটনায় এখনো পর্যন্ত কাউকে আটক করা হয়নি।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles