30 C
Kolkata
Thursday, April 18, 2024
spot_img

এবার রেলে বাংলাতেও পরীক্ষা হবে, শিথিল হল যোগ্যতা

ওয়েবডেস্ক, বেঙ্গল টুডে:

এবার রেলের নয়া কর্মী ব্যবস্থায় ৬২ হাজার কর্মীকে গ্রুপ ডি পদে নিয়োগ করা হবে। এর জন্য পরীক্ষা ব্যবস্থায় এবার থেকে বাংলাতেও পরীক্ষা দেওয়া যাবে। এমনকি এর দরুন আবেদনকারীদের বয়সের উর্ধ্বসীমাও শিথিল করা হয়েছে আগে থেকেই। তবে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের (আরআরবি) তরফে জানানো হয়েছে, গ্রুপ ডি লেভেল-১-এর ট্র্যাকম্যান, হেল্পারের পদে আবেদনের জন্য এ বার থেকে আর ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট অর্থাৎ আইটিআই বা সমতুল্য কোনও সংস্থার শংসাপত্র লাগবে না। শুধুমাত্র দশম শ্রেণি পাশের শংসাপত্র থাকলেই হবে। এর আগে ওই একই পদে আবেদন করতে গেলে দশম শ্রেণির সঙ্গে আইটিআইয়ের শংসাপত্রও লাগত। পাশাপাশি রেলমন্ত্রী পীযূষ গয়াল জানান, আবেদনের সময়সীমাও ১৫ দিন বাড়ানো হবে। এ নিয়ে খুব শীঘ্রই বিজ্ঞপ্তি দেওয়া হবে বলেও তিনি জানান।

অপরদিকে আরআরবি জানান, এ বার থেকে অতিরিক্ত ৬ টি নতুন ভাষায় পরীক্ষা নেওয়া হবে। আর সেগুলি হল মালয়ালম, তেলুগু, তামিল, কন্নড়, ওড়িয়া ও বাংলা।

এমনকি বিগত সপ্তাহে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এবং লোকো পাইলট পদে নিয়োগের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল রেল। আর তাই সেক্ষেত্রে গ্রুপ ডি-র পদে আবেদনের জন্য অসংরক্ষিত শ্রেণির প্রার্থীদের বয়স এখন ২৮ থেকে বাড়িয়ে ৩০ বছর বয়স পর্যন্ত করা হয়েছে। অপরদিকে অনগ্রসর শ্রেণি (ওবিসি)-র ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ৩৪ থেকে বাড়িয়ে ৩৬ এবং তফসিলি জাতি ও উপজাতিদের জন্য বয়সের সীমা ৩৬ থেকে বাড়িয়ে ৩৮ করা হয়েছে।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles