ওয়েবডেস্ক, বেঙ্গল টুডে:
সিরিয়া বিষয়ক জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২৪০১ নম্বর প্রস্তাব পুরোপুরি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা ফেডেরিকা মোগেরিনি। তিনি এ ব্যাপারে ইরান, তুরস্ক ও রাশিয়াকে চিঠি পাঠানোর কথাও জানিয়েছেন।
মূলত ২৬ শে ফেব্রুয়ারি ব্রাসেলসে তিনি বলেন, তিনি সিরিয়ায় যুদ্ধবিরতির নিশ্চয়তা দানকারী তিন দেশের (ইরান, তুরস্ক ও রাশিয়া) পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি পাঠিয়ে তাদেরকে ২৪০১ নম্বর প্রস্তাব পুরোপুরি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন। পাশাপাশি তিনি সিরিয়ায় প্রতিষ্ঠিত নিরাপদ অঞ্চলগুলোতে এই যুদ্ধবিরতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান জানান।
এছাড়া তিনি আরও বলেন, যেহেতু ওই তিন দেশের উদ্যোগে অনুষ্ঠিত আস্তানা বৈঠক থেকে নিরাপদ অঞ্চল গঠন করা হয়েছিল কাজেই এসব দেশকেই তা বাস্তবায়নের নিশ্চয়তা দিতে হবে।
উল্লেখ্য ২০১৭ সালের জানুয়ারি মাসে ইরান, তুরস্ক ও রাশিয়ার উদ্যোগে আস্তানা বৈঠক শুরু হয়েছিল যা কয়েক দফায় অনুষ্ঠিত হয়।
এর জেরেই সিরিয়ায় ৩০ দিনের যুদ্ধবিরতি প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে গত ২৪ শে ফেব্রুয়ারি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়া বিষয়ক ২৪০১ নম্বর প্রস্তাব পাশ হয়।
প্রস্তাব অনুযায়ী, পূর্ব গৌতাসহ সিরিয়ার আরো কিছু এলাকায় মানবিক ত্রাণ পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই যুদ্ধবিরতি কার্যকর হবে। অবশ্য আল-কায়েদা, জাবহাতুন নুসরা ও দায়েশের মতো উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠীগুলোকে এই যুদ্ধবিরতির বাইরে রাখা হয়েছে।
এক্ষেত্রে পূর্ব গৌতা হচ্ছে সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে অবস্থিত একটি কৌশলগত এলাকা। দেশটির সেনাবাহিনী সন্ত্রাসীদের কাছ থেকে ওই এলাকা পুনর্দখল করার চেষ্টা চালানো হচ্ছে।