Tuesday, March 28, 2023
spot_img

বাংলাদেশে পরীক্ষা বর্জনের ঘোষণা ভিকারুননিসার শিক্ষার্থীদের

 

মিজান রহমান, ঢাকাঃ সহপাঠীর ‘আত্মহত্যা’র ঘটনায় বিচার না পাওয়া পর্যন্ত পরীক্ষা বর্জন সহ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। ৪ঠা ডিসেম্বর মঙ্গলবার সকালে স্কুলটির বেইলি রোড শাখার ফটকে অবস্থান নেন শিক্ষার্থীরা। অধ্যক্ষ ও শাখা প্রধানের বরখাস্ত, গভর্নিং বডির সদস্যদের অপসারণ ও আত্মহত্যার প্ররোচনাকারীদের বিচার দাবিতে আন্দোলন করছিলেন তারা। বিকেলে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়।

নতুন কর্মসূচি হলো, শিক্ষামন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ৩ দিনের মধ্যে সুষ্ঠু বিচার না হলে আন্দোলন অব্যাহত থাকবে। সব ধরনের পরীক্ষা বর্জন করা হলো। বুধবার সকাল ১০টায় ফের ফটকে অবস্থান নেবেন। এর আগে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের সব গেটে তালা ঝুলিয়ে ফটক অবরোধের পর বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। সেসময় ‘অরিত্রীর মতো আর কোনো শিক্ষার্থী হারাতে চাই না। অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও গভর্নিং বডির সদস্যদের অপসারণ চেয়ে, আত্মহত্যার প্ররোচনাকারীদের আইনত বিচার চেয়ে বিভিন্ন শ্লোগান দেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের সঙ্গে অভিভাবকদেরও দেখা যায়।

একজন অভিভাবক জানান, তারা তিন দফা দাবিতে আন্দোলন করছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত সব গেটে তালা ঝুলানোর কারণে বের হতে পারেনি প্রতিষ্ঠানের অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও ভেতরে থাকা গভর্নিং বডির সদস্যরা।

Related Articles

Stay Connected

0FansLike
3,752FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles