33 C
Kolkata
Friday, March 29, 2024
spot_img

সঙ্গীত শিল্পী আজিজের মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে অশোকনগর এলাকায়

 

শান্তনু বিশ্বাস, অশোকনগরঃ “লিখেও চিঠি এই ঠিকানায় জবাব তোমার পেলাম না আর, গ্রাম হাবড়া ডাকঘর হরিপুর জেলা ২৪ পরগনা” এই গানটি তার কন্ঠে বেরিয়েছিল জন্মস্থান অশোকনগরের কথা মাথায় রেখে। সেই সঙ্গীত শিল্পী মহঃ আজিজ ২৭শে নভেম্বর মুম্বাই নানাবতী হাসপাতালে মাএ ৬৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত‍্যাগ করেন। সেই সংবাদ পাবার পর থেকেই শোকের ছায়া অশোকনগর হরিপুর এলাকায়। এরপর ২৮শে নভেম্বর সকাল থেকেই অশোকনগরের যে বাড়িতে তিনি থাকতেন সেখানে ভিড় জমাতে থাকে সাধারন মানুষ।

উওর ২৪ পরগনার অশোকনগর শহরে হরিপুর পোষ্ট অফিসের পাশে তাদের বাড়িতে ২রা জুলাই ১৯৫৪ সালে জন্মগ্রহণ করে জনপ্রিয় সঙ্গীত শিল্পী মহঃ আজিজ। ছোট থেকে বড়ো হওয়া গানের চর্চা সব কিছুর স্মৃতি রয়েছে এলাকার মানুষের কাছে। ছোট থেকে বড়ো হবার সময় মা বাবার হাত ধরে তারা অশোকনগরের বাড়ি বিক্রি করে ছেড়ে চলে যায় কলকাতা শহরে। আজ শুধু বাড়ির জায়গাটা রয়েছে স্মৃতি হিসাবে। এলাকার বয়স্ক মানুষরা তার স্মৃতি চারনা করেন তার কথা মনে করে। তাই ওই এলাকার মানুষের ইচ্ছা আজিজ সাহেবের মৃত্যুর জন্য একটি স্বরনসভার আয়োজন করবেন। শিল্পী আজিজ সাহেবের মৃত্যুতে শোকের ছায়া বর্তমান গোটা অশোকনগর শহর জুড়ে।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles