33 C
Kolkata
Friday, March 29, 2024
spot_img

বেঙ্গল টুডের খবর সম্প্রচারের জের – সাত দিনের মধ্যে কাজ শুরু হলো সিগন্যাল পোস্টের

 

অর্ণব মৈত্র, ভাঙ্গড়ঃ কলকাতা – বাসন্তী হাইওয়ের ভাঙ্গড়ের ঘটকপুকুর চৌমাথার অকেজো সিগন্যাল লাইট এর খবর প্রথম আমাদের পোর্টালে গত ২০শে নভেম্বর, ২০১৮ সম্প্রচার করা হয়েছিল। প্রসঙ্গত বেশ কয়েক মাস ধরে এই ঘটকপুকুরের চৌমাথার মোড়ের সিগন্যাল পোস্টের লাইট গুলী অকেজো ছিলো। এই গুরুত্বপূর্ণ রাস্তায় সিগন্যাল পোস্টের লাইট গুলো খারাপ থাকায় সমস্যায় পড়তে হচ্ছিল নিত্য পথচারী থেকে শুরু করে ট্রাক,বাস, মোটরসাইকেল সহ সব ধরনের গাড়ি গুলো কে। সাধারন মানুষ সহ প্রায় সমস্ত গাড়ি চালকদের এই চরম দূর্ভগের কথা ভেবে, এই অকেজো সিগন্যাল পোস্টের লাইট গুলো খবর আমাদের পোর্টালে সম্প্রচার করা হয়ে। সেই খবর সম্প্রচারের ৭ দিনের দিনের মধ্যেই, অকেজো সিগন্যাল পোস্টের লাইট গুলো সারাই এর কাজ শুরু করেছে রাজ্য পুলিশ। আগামী কাল থেকে সেই খারাপ লাইট গুলো সারাই এর কাজ শুরু হয়েছে। বর্তমানে সিগন্যাল কণ্ট্রোলের রুমটির মধ্যে ধূলো বালি পরিস্কার করে ঝাঁ চকচকে করা হয়েছে। ভেঙে পড়া সিগন্যাল পোস্ট গুলো আবার নতুন করে বসানো হয়েছে। খারাপ লাইট গুলো কে সারাই করা হয়েছে। লাইট গুলো আবার জ্বলতে দেখে খুসি পথচারী ও গাড়ি চালকেরা। এমত অবস্থায় একটা প্রশ্ন রয়েই যাচ্ছে, এই লাইট গুলো সারাই করা তো হচ্ছে কিন্তু সিগন্যাল কণ্ট্রোলের মধ্য দিয়ে কবে থেকে শুরু হবে যান নিয়ন্ত্রণ ও সাধারন মানুষ রাস্তা পার হওয়ার সুবিধা।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles