ওয়েবডেস্ক, বেঙ্গল টুডে:
Thank you for reading this post, don't forget to subscribe!
দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ২৫ শে জানুয়ারি মুক্তি পেল সঞ্জয়লীলা বনশালীর ‘পদ্মাবত’। এবং এই ছবির মুক্তির প্রথম দিনই প্রভাসের ‘বাহুবলী টু’-এর রেকর্ড ভেঙে দিয়েছে ‘পদ্মাবত’।
মূলত এই ছবির শুটিংয়ের সময় থেকে ছবির নায়িকা দীপিকা পাডুকন সহ ছবির পরিচালক সঞ্জয়লীলা বনশালি উভয়ই খুনের হুমকি পান । এর দরুন ‘পদ্মাবত’-এর পরিচালকের মাথা কেটে আনতে পারলে তাঁকে ৫১ লক্ষের নগদ পুরস্কার দেওয়া হবে বলেও হুমকি দেওয়া হয়েছে। এমনকি এই ছবির মুক্তির দিনও বিভিন্ন রাজ্যে বিক্ষোভ, ভাঙচুর প্রভৃতি দেখতে পাওয়া যায়। পাশাপাশি সিনেমা মুক্তির পর থেকেই সঞ্জয় লীলা বনশালি, দীপিকা পাডুকনদের পোস্টার পুড়িয়ে গাড়ি জালিয়ে বিক্ষোভ শুরু করেছে কারনি সেনা। কিন্তু এই সবের পরও রেকর্ড গড়ল দীপিকা পাডুকনের ‘পদ্মাবত’। এক্ষেত্রে ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ জানিয়েছেন, এই ছবির মুক্তির প্রথম দিনই প্রভাসের ‘বাহুবলী টু’ এর রেকর্ড ভেঙে দিয়েছে ‘পদ্মাবত’। এছাড়া তিনি টুইট করে জানান, ‘পদ্মাবত’ প্রথম দিন অস্ট্রেলিয়ায় ১.৮৮ কোটির ব্যবসা করেছে। নিউজিল্যান্ডে করেছে ২৯.৯৯ লক্ষের ব্যবসা। পাশাপাশি ইউকে-তে এই সিনেমা ব্যবসা করেছে ৮৮.০৮ লক্ষের। যা ‘বাহুবলী টু’ এবং আমির খানের ‘দঙ্গল’-এর তুলনায় অনেক বেশি। সবকিছু মিলিয়ে মুক্তির প্রথম দিন থেকে বক্স অফিসে খুব ভালো ব্যবসা শুরু করেছে সঞ্জয় লীলা বনশালির ‘পদ্মাবত’।