শান্তনু বিশ্বাস, গাইঘাটা:
Thank you for reading this post, don't forget to subscribe!
২৪ শে ফেব্রুয়ারি দুপুরে উত্তর ২৪ পরগনার গাইঘাটার রামপুর এলাকায় গ্রীনল্যাণ্ডে একটি যাত্রী বোঝাই বাস দুর্ঘটনার কবলে পড়ে। তবে এই ঘটনায় এখনো পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি এবং যাত্রীরা সকলেই সুস্থ আছেন বলে জানান বাসচালক।
মূলত এদিন বাসটি সকাল ৭টা নাগাদ নোপার্ক থেকে ৪৫ জন যাত্রী বোঝাই বাসটি পেট্রোপোল উদ্দেশ্যে রওনা দেয় কিন্তু যশোহর রোড ছোটো হওয়ার কারনে,বাসটির ডান দিক থেকে অন্য গাড়ি ওভার টেক করার সময় বাসটি বাম দিকে নেমে যায়। এর দরুন বাসটি রাস্তার পাশে থাকা গাছে সজরে ধাক্কা লাগে। এর জেরে ক্ষতিগ্রস্থ হয় বাসের দরজাটি। পাশাপাশি ভাবে ক্ষতিগ্রস্ত বাসটিতে আটক যাত্রীদের জন্য অন্য গাড়ির ব্যবস্থা করে দেন গ্রীনল্যাণ্ড কতৃপক্ষ।
পুলিশি সুত্রে খবর, ঘটনার খবর পাওয়ার পর সাথে সাথে ঘটনাস্থলে উপস্থিত হন গাইঘাটা থানার পুলিশ। ঘটনাস্থলে পৌঁছে রাস্তার পাশে পরে থাকা বাসটিকে ক্রেনে করে টেনে তোলার ব্যবস্থা করেন। যদিও এই ঘটনার জেরে যশোহর রোডে কিছুক্ষনের জন্য সৃষ্টি হয় কিন্তু পুলিশ খুব শীঘ্রই পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আসেন।