30 C
Kolkata
Friday, March 29, 2024
spot_img

বালুরঘাটে অনুষ্ঠিত হল শিশু পাচার ও বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ে সচেতনতা শিবির

পল মৈত্র, দক্ষিণ দিনাজপুরঃ

শনিবার সকাল ১১টা ৩০মিনিট নাগাত শুরু হওয়া বালুরঘাট সদর চক্রের অন্তর্গত শান্তি কলোনী প্রাথমিক বিদ্যালয়ের সচেতনতা মূলক শিবিরে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রঞ্জন সরকার, চাইল্ডলাইনের পক্ষ থেকে কো-অর্ডিনেটর সূরজ দাস,কাজল দত্ত, বিনয় বর্মণ, পম্পা দাস ঘোষ। এছাড়াও বিদ্যালয়ের ছাত্রছাত্রীসহ অভিভাবক, স্বাস্থ্যকর্মী মিউনিসিপালিটির কাউন্সিলর সহ এলাকার অনেক শুভানুধ্যায়ীগণ উপস্থিত ছিলেন । এদিনের শিবিরে শিশু পাচার প্রতিরোধ, বাল্য বিবাহ প্রতিরোধ প্রভিতি নানা বিষয়ে আলোচিত হয় । পাশাপাশি শিবিরে শিশুদের মধ্যে ১০৯৮ জরুরী টোলফ্রি নম্বরের ব্যবহার সম্পর্কে সচেতন করা হয় উপস্থিত সকলের মধ্যে । জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ এর কার্যক্রম সম্পর্কেও আলোচনা হয় শিবিরে।





শিশুদের সঙ্গে গল্পে গল্পে আনন্দমুখর প্রশ্নোত্তর পর্ব মাতিয়ে তোলে স্কুল প্রাঙ্গণ । এছাড়াও শিশুদের মধ্যে প্রশ্নোত্তরের মাধ্যমে শিশু সুরক্ষার বিষয়ে সচেতন করা হয় । ভীষণ জমজমাট অনুষ্ঠান শিশুরা দারুন উপভোগ করেছে বলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান। উল্লেক্ষ্য, শিশু পাচার থেকে রক্ষা পাওয়া, শিশু ও নারীদের সমাজে পুনঃপ্রতিষ্ঠা, সেই সঙ্গে শিশু পাচার ও নির্যাতনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে জেলা আইনি পরিষেবা কেন্দ্র, চাইল্ড লাইন ও বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সংস্থা কাজ করে চলছে। শিশুর ওপর নেতিবাচক প্রভাব পড়ে এমন কোনো কার্যক্রম যেমন: পাচার, শোষণ, অবহেলা, নির্যাতন বা অন্য কোনো কার্যক্রমের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা এবং যাতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে তার জন্য পদক্ষেপ গ্রহণমূলক কার্যক্রমই হলো শিশু সুরক্ষা। আর এই সুরক্ষা দেবার কাজই প্রতিনিয়ত করে চলেছে চাইল্ডলাইন নামক স্বেচ্ছাসেবী সংস্থাটি। এ বিষয়ে চাইল্ড লাইনের জেলা কো-অর্ডিনেটর সুরোজ দাস জানান, সীমান্তবর্তী জেলা হওয়ায় মাঝে মধ্যে এই জেলা থেকে নারী বা শিশু পাচারের ঘটনা ঘটে। এছাড়া শিশু ও নারীদের উপর যৌন নির্যাতনের মাত্রা বারছে।এই সব রুখতে তারা জেলার বিভিন্ন জায়গায় সচেতনা শিবির ও কর্মশালার আয়োজন করছেন।বালুরঘাট শহরের অন্তর্গত শান্তি কলোনী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত শিশু পাচার প্রতিরোধ, বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক সচেতনতা শিবিরের আয়োজন তারই অন্তর্ভুক্ত।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles