29 C
Kolkata
Saturday, July 27, 2024
spot_img

হিন্দুস্তান এরোনটিকসের ৮ আধিকারিকের বিরুদ্ধে দুর্নীতির মামলা CBI-র

 

ওয়েব ডেস্ক, বেঙ্গল টুডেঃ হিন্দুস্তান এরোনটিকস (HAL)-এর ৮ আধিকারিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা করল CBI। তাদের বিরুদ্ধে চলতি বছরের জানুয়ারি থেকে অগাস্টের মধ্যে ৫ কোটি টাকা তছরুপের অভিযোগ রয়েছে। ওই ৮ আধিকারিকের নাম ভবেন মিত্র, অবিনাশ কুমার সরকার, শুভশ্রী দাস, জয়ারাম গারাডা, বিপ্র চারণ মহারানা, জিসুদন খোসলা, উর্ধব খোসলা ও সদানন্দ নায়েক। ওই ৮ জনের পাশাপাশি আরও কয়েকজন আধিকারিকের বিরুদ্ধেও CBI-এর কাছে অভিযোগ দায়ের করেছেন HAL-র কোরাপুট ডিভিশনের ভিজিলেন্স ম্যানেজার উদয় কুমার রাউত।

CBI-এর কাছে পাঠানো অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, কোম্পানির ৬ মাসের অডিট রিপোর্ট অনুসারে অভিযুক্তরা উপযুক্ত কাগজপত্র ছাড়াই কিছু ঠিকাদারকে কয়েক কোটি টাকার পেমেন্ট পাইয়ে দিয়েছে। সংস্থার কোরাপুট ইঞ্জিন ডিভিশনের সিনিয়র ম্যানেজার (ফিনান্স) ভবেন মিত্র কোনও ওয়ার্ক অর্ডার ও বিল ছাড়াই সেই পেমেন্ট আপ্রুভ করেছেন। HAL-এর ভিজিলেন্স ডিপার্টমেন্ট এই সংক্রান্ত বিষয়ে তদন্তে নেমে একটি পেন ড্রাইভ, মোবাইল ফোন, ক্যাশ ভাউচার রেজিস্টার, ক্যাশ অফিস অ্যাডভাইস রেজিস্টার, ডায়েরি ও তিনটি মাস্টার ফাইল বাজেয়াপ্ত করেছে। ইতিমধ্যে ভবেন মিত্রকেও সাসপেন্ড করা হয়েছে।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles