ওয়েবডেস্ক, বেঙ্গল টুডে:
এবার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। রিখটার স্কেল অনুসারে কম্পনের মাত্রা ছিল ৬.১। এবং উৎসস্থল ছিল জাভা দ্বীপপুঞ্জ। তবে এখনো পর্যন্ত কোনপ্রকার কোন হতাহতের কথা জানা যায়নি।
প্রসঙ্গগত এই কম্পনের জেরে জাকার্তায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। রাস্তায় নেমে আসেন মানুষ। বহুতল হাসপাতাল থেকে রোগীদের বের করে নিয়ে আসা হয়। তবে, এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর জানা যায়নি।
এক্ষেত্রে ইন্দোনেশিয়ার চিলি দূতাবাসের এক কর্মী জানান, ‘তিন থেকে পাঁচ মিনিটের মধ্যে একাধিক বার কম্পন অনুভব করেন এমনকি ভবন যে ভাবে কাঁপতে শুরু করেছে, সিড়ি দিয়ে নেমে আসতেই ভয় পাচ্ছিলাম।’ পাশাপাশি তিনি আরও বলেন, এমন ভূমিকম্প আমরা প্রয়শই অনুভব করি।
You May Share This