Thursday, March 23, 2023
spot_img

আমডাঙায় রাজনৈতিক সংঘর্ষের জেরে ওসির পর এবার বদলি হল ডি এস পি পদমর্যাদার পুলিশ আধিকারিক

শান্তনু বিশ্বাস, আমডাঙ্গাঃ উত্তর ২৪ পরগনার আমডাঙার তাড়াবেড়িয়া এলাকায় রাজনৈতিক সংঘর্ষের জেরে বন্ধ দোকানপাট। থমথমে পরিবেশের মধ্যে আতঙ্কে দিন কাটাচ্ছে পুরুষ শুন্য এলাকাবাসীরা। বৃহস্পতিবার ড্রাম ভর্তি তাজা বোমা উদ্ধার হওয়ার পর ৩১শে আগস্ট, একটি আগ্নেয় অস্ত্র, বেশ কিছু গুলী ও তাজা বোমা উদ্ধার করে পুলিশ। পঞ্চায়েতে বোর্ড গঠন করা কে কেন্দ্র করে এলাকায় এতো পরিমানে আগ্নেয় অস্ত্র, গুলী, তাজা বোমা দেখে উদবিগ্ন প্রশাসন। কিভাবে পুলিশের নজর এড়িয়ে এলাকায় এতো পরিমানে আগ্নেয় অস্ত্র, গুলী ও তাজা বোমা মজুত করল দুস্কৃতিরা, তা নিয়ে পুলিশের নিস্ক্রিয়ার অভিযোগ তুলছে এলাকাবাসীরা।

দোকানপাট, বাজার বন্ধ থাকায় উনুনে হাড়ি চড়ানো সম্ভব হচ্ছেনা বলেও দাবী করেছে অনেকে। আবার অনেক দোকনাদারের দাবী দোকান খুললেও দেখা নেই ক্রেতাদের, শুনসান বাজার। শুধু তাই নয়, কর্মক্ষেত্র হাজিরা না দিতে পারায় কাজ টিকিয়ে রাখাও দায় হয়ে পড়েছে অনেকের। আগের থেকে পরিস্থিতি স্বাভাবিক হলেও আতঙ্ক পিছু ছাড়ছে না এলাকাবাসীদের। প্রসঙ্গত, এই ঘটনায় আমডাঙার ওসি রাতারাতি পরিবর্তন করা হয়েছিল। এবার ৩১শে আগস্ট, ভবানী ভবনের নির্দেশে উত্তর ২৪ পরগনার ডি এস পি পদমর্যাদার পুলিশ আধিকারিক কল্যান রায় কে সরিয়ে তাঁর জায়গায় শুভাশিস চৌধুরী কে নিয়োগ করা হয়েছে।

Related Articles

Stay Connected

0FansLike
3,743FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles