জয় চক্রবর্তী, বাগদাঃ বাগদা ব্লকের চরমন্ডল পশ্চিম পাড়া এলাকায় ২৯শে আগস্ট, রাত ২ টো নাগাদ জনা চারেকের একটি দল ঘরে ঢুকে গৃহকর্তা বিপুল হীরার মাথায় পিস্তল ঠেকিয়ে পিঠমোড়া দিয়ে বেঁধে ঘরে লুটপাট চালায় বলে অভিযোগ৷ পরিবারের দাবী চারটে সোনার চেন, আট জোড়া কানের দুল, আংটি, চুড়ি, রুপোর মালা মিলিয়ে কয়েক লক্ষ টাকার গহনা ও প্রায় নগদ ১২ হাজার টাকা নিয়ে চম্পট দেয় দলটি। বিপুল বাবু বলেন, “কাল রাতে বাড়ির চারপাশে কয়েকজন ঘুরছিল। চারজন ছিল সেই দলে। হঠাৎই ওরা বাড়ির ভিতর ঢুকে পড়ে। আমার মাথায় বন্দুক ঠেকিয়ে হাত বেঁধে দেয়। তারপর বাড়ির বাকিদেরও সেখানে নিয়ে আসে। কোনও শব্দ করলে আমার ছেলের ক্ষতি করবে বলেও ভয় দেখায়। এরপর আলমারি খুলে নগদ টাকা ও গয়না নিয়ে পালিয়ে যায়। যাওয়ার সময় আমাদের ঘরের মধ্যে রেখে দরজা বাইরে থেকে বন্ধ করে দেয়। আর শাসিয়ে যায় চিৎকার করলে বা কাউকে জানালে সবাইকে মেরে দেবে”। ঘটনার তদন্তে বাগদা থানার পুলিশ।