Friday, March 24, 2023
spot_img

জিও এর নতুন ক্যাশব্যাক অফার

ওয়েবডেস্ক, বেঙ্গল টুডে:

আবার নতুন অফার নিয়ে হাজির জিও। নতুন বছরের শুরুতেই গ্রাহকদের জন্য রিলায়েন্স জিও-র ক্যাশব্যাক অফার যখন প্রায় শেষের পথে তখনই আবার সেই ক্যাশব্যাক অফার ফিরিয়ে নিয়ে এল জিও। অর্থাৎ রিলায়েন্স জিও প্রাইমের সদস্যরা ১৬ থেকে ৩১ শে জানুয়ারির মধ্যে ৩৯৮ বা তার থেকে বেশি টাকার রিচার্জ করলে ৭০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন।

এছাড়া, টেলিকম জায়ান্ট জিও তাদের জিও ফোনের মারকিউ প্রিপেইড ট্যারিফ প্যাক আপগ্রেড করেছে। এবং ১৫৩ টাকার প্রিপেইড প্যাকে এখন থেকে জিও গ্রাহকরা প্রত্যেকদিন ১ জিবি ৪জি হাই স্পিড ডেটা, আনলিমিটেড ভয়েস কল (লোকাল, এসটিডি এবং রোমিং), পাশাপাশি প্রত্যেকদিন ১০০ এসএমএস, এবং জিও-র সমস্ত অ্যাপ বিনামূল্যে সাবস্ক্রাইব করতে পারবেন।

Related Articles

Stay Connected

0FansLike
3,743FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles