শান্তনু বিশ্বাস, হাবড়া:
Thank you for reading this post, don't forget to subscribe!
২০ শে জানুয়ারি মধ্যমগ্রামে সিভিক ভলেন্টিয়ারের ঘুষিতে মধ্যমগ্রামে এক গারমেন্ট ব্যাবসায়ীর মৃত্যুর পর হুশ ফিরলো জেলা পুলিশের। এর জেরেই উত্তর ২৪ পরগনা জেলা পুলিশের তরফ থেকে সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে প্রতিটি থানায় জরুরী কর্মশালার নির্দেশ দেওয়া হয়। আর সেই নির্দেশানুসারে ২২ শে জানুয়ারি থানা, রাস্তায়, বা সাধারন মানুষের সঙ্গে কি ধরনের ব্যাবহার করা উচিত সেক্ষত্রে হাবড়া থানার পক্ষ থেকে একটি কর্মশালার আয়োজন করা হয়।
মূলত হাবড়া থানায় কর্মরত ২৬০ জন সিভিক ভলেন্টিয়ার দের নিয়ে ভারপ্রাপ্ত আধিকারিক মৈনাক ব্যানার্জী এই কর্মশালার আয়োজন করেন। এদিনের কর্মশালায় মৈনাক ব্যানার্জী সকল সিভিক ভলেন্টিয়ারদের থেকে তাদের অভাব অভিযোগ শোনেন পাশাপাশি তাদের কাজ করতে কি অসুবিধে হচ্ছে ও সাধারন মানুষের সাথে কিভাবে ব্যাবহার করবে এই সমস্ত বিষয়ে তাদের পরামর্শ দেন। এমনকি সিভিকরা রাস্তায় কিভাবে কাজ করবে সেক্ষেত্রেও সু পরামর্শ দেন মৈনাক ব্যানার্জী। এক্ষেত্রে সমাজের বুদ্ধিজীবীরা বলেন, যদি পুলিশের আগে এই বুদ্ধির উদয় হতো তাহলে এভাবে অকালে মৃত্যু হতো না মধ্যমগ্রামের সৌমেন দেবনাথের।