28 C
Kolkata
Saturday, July 27, 2024
spot_img

কবি মাইকেল মধুসূদনের মূর্তি আজ বড্ড একা

পল মৈত্র, দক্ষিণ দিনাজপুরঃ দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর শহরে পুরানো বাসস্ট্যান্ড চত্বরে দীর্ঘদিন ধরে অযত্নে, অনাদরে এবং পরিচর্জাহীন অবস্থায় রয়েছে কবি মাইকেল মধুসূদন দত্ত-র পূর্ণবয়ব মূর্ত্তি। মাইকেল মধুসূদন অনুরাগী হিসাবে এলাকায় পরিচিত বুনিয়াদপুর শহরের বাসিন্দা তথা সমাজসেবী ও সাহিত্যিক দেবেন্দ্রনাথ দাস বেশ কয়েক বছর পূর্বে তৎকালীন ৪নং শিবপুর গ্রাম পঞ্চায়েতের অনুমতিতে নিজস্ব খরচে বুনিয়াদপুর পুরোনো বাসস্ট্যান্ড চত্বরে কবি মাইকেল মধুসূদন দত্ত-র মূর্ত্তিটি স্থাপন করেছিলেন। পরবর্তীতে এই এলাকাটি পৌরসভা ঘোষিত হওয়ায় এলাকাটি বুনিয়াদপুর পৌরসভার অন্তর্ভুক্ত হয়। একদিকে নোংরা আবর্জনা, উনুনের ধোয়া অপরদিকে মাইকেল মধুসূদন দত্তের মূর্ত্তি পাখিদের বিষ্টাত্যাগের স্থানে পরিণত হওয়ার কারনে কবিকে নতুন প্রজন্মেরই চেনা কঠিন হয়ে পড়েছে বলে অভিযোগ বাসিন্দাদের।

কবির গায়ের সাদা কোর্ট ইতিমধ্যে পাখিদের বিষ্টে এবং ধুলো-নোংরায় ধূসর রুপ নিয়েছে। বুনিয়াদপুরের বাসিন্দাদের অভিযোগ, কবির মূর্ত্তি নিয়মিত পরিচর্জা করার বিষয়ে হুশ নেই বুনিয়াদপুর পৌরসভার। ফলে অযত্নে, অনাদরে অবহেলিত এখন কবি মাইকেল মধুসূদন দত্তের পূর্ণবয়ব মূর্ত্তি। বুনিয়াদপুরের বাসিন্দা তথা দক্ষিণ দিনাজপুর জেলার লোকশিল্পী অরিন্দম সিংহ রায় বলেন, বুনিয়াদপুর পৌরসভার পৌরাধক্ষের কাছে অবশ্যই অনুরোধ জানাব যাতে মূর্ত্তিটি নিয়মিত পরিচর্যা করা হয়। তিনি আরও বলেন, মূর্ত্তিটি স্থানান্তর করা হবে শুনেছি, এই বিষয়ে পৌরাধ্যক্ষের কাছে অনুরোধ রাখবো যে মাইকেল যেন হারিয়ে না যায় আমাদের মধ্যে থেকে সেই বিষয়টি যেন দেখা হয়।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles