জয় চক্রবর্তী, বনগাঁঃ নহাটা কলেজ তরুণদের খেলাধুলোয় উৎসাহ দিতে ১৪ই আগস্ট, মঙ্গলবার বিশেষ সেমিনার অনুষ্ঠিত করেছিলো। “ইয়ুথ মোটিভেশন অ্যান্ড স্পোর্টস” শীর্ষক ওই অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের সার্বিক বিকাশের জন্য পড়াশোনার পাশাপাশি খেলাধুলোর উপরে গুরুত্ব আরোপ করা হয়।
অনুষ্ঠানে খুদে ক্যারাটে ম্যান ঈশিতা বাগচি (৯) কে সম্বর্ধনা দেওয়া হয়। ঈশিতা জাতীয় ও আন্তর্জাতিকস্তরে সফল হয়েছে। বিশিষ্টদের মধ্যে দ্রোণাচার্য পুরস্কার প্রাপ্ত কুন্তল রায়, অলিম্পিয়ান ড. চন্দনা চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া পর্ষদের আহ্বায়ক অনির্বাণ সরকার, ভারপ্রাপ্ত প্রিন্সিপ্যাল ড. শেখ কামাল উদ্দীন, ভারপ্রাপ্ত ক্রীড়া অধ্যাপক রণজিৎ মাইতি প্রমুখ উপস্থিত ছিলেন।
You May Share This
1 - 1Share