জয় চক্রবর্তী, বনগাঁঃ ঘটনাটি ঘটে সোমবার রাত ১০ টা নাগাদ বনগাঁ থানার মতিগঞ্জ বাস স্ট্যান্ড মোড়ে ৷ সূত্রে খবরে জানতে পারাযায়, বাগদা থানার পাটকেলপোতা গ্রামের তিন যুবক দিল্লীতে ঠিকা কর্মীর কাজ করে৷ ১৩ই আগস্ট, সোমবার রাত ১০ টা নাগাদ বাগদা যাওয়ার জন্য মতিগঞ্জ মোড়ে এলে তাদের সঙ্গে ভাড়া নিয়ে বচসা বাধে এক ভ্যান চালকের৷ এমন সময় তিন টোটো চালক মদ্যপ অবস্থায় ওই তিন যুবকের কাছে জানতে চায় বাড়ি কোথায়? তিন যুবকের ঠিকানা জানা মাত্রই মারধর শুরু করে ওই তিন টেটো চালক। অভিযোগ, তখন বাগদার তিন যুবকের মোবাইল ফোন ও টাকা কেড়ে নেয়৷ এরপর সাগর দলপতি, তরুণ রায় ও অমিত সরকার নামে বাগদার তিন যুবক বনগাঁ থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ মতিগঞ্জ এলাকা থেকে রাজু ঘোষ, পীযুষ কর্মকার ও বিল্লাল ঘোষ নামে তিন টেটো চালককে গ্রেফতার করে ১৪ই আগস্ট, মঙ্গলবার বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছে ৷ পুলিশের দাবী, জেরায় ধৃতরা জানিয়েছে বাগদায় বাড়ি বলেই তাদের মারধর করা হয়েছে। গত পঞ্চায়েত নির্বাচনে যে মারধরের ঘটনা ঘটেছিল তার পরিপ্রেক্ষিতে ওই তিন যুবক বাগদার মানুষ জেনে তাদের মারধর করেছে বলে মনে করছে আহতরা।
Thank you for reading this post, don't forget to subscribe!