28 C
Kolkata
Saturday, July 27, 2024
spot_img

বাংলাদেশে মহাসড়কে ফিটনেসবিহীন যান চলবে নাঃ আইজিপি

মিজান রহমান, ঢাকাঃ ঈদুল আজহাকে সামনে রেখে মহাসড়কে যাতে ফিটনেসবিহীন যান চলাচল করতে না পারে, সে জন্য কড়া নজরদারি থাকবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) জাবেদ পাটোয়ারী। ১৩ই আগস্ট, সোমবার পুলিশ সদর দফতরে কোরবানির ঈদ কেন্দ্র করে নিরাপত্তা কার্যক্রম নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন তিনি। আইজিপি বলেন, মহাসড়কে যাতে ফিটনেসবিহীন যানবাহন চলাচল করতে না পারে, তা আমরা কঠোরভাবে নিয়ন্ত্রণ করব। মহাসড়কে যানজট নিয়ন্ত্রণ করার জন্য পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তারা রাস্তায় থাকবেন, তারা নিয়মিত সড়ক পরিদর্শনে যাবেন। যাত্রীদের নিরাপত্তা দিতে পুলিশের তৎপরতা বাড়ানো হয়েছে জানিয়ে তিনি বলেন, "অজ্ঞান ও মলম" পার্টির বিরুদ্ধে গত ঈদ থেকেই ব্যবস্থা নেওয়া হয়েছিল, যে কারণে কোনো অভিযোগ আসেনি। তবে মানুষকে সচেতন হতে হবে, রাস্তায় অপরিচিত কারো দেওয়া কোনো কিছু গ্রহণ করা যাবে না। ঈদে ঢাকা ছেড়ে গ্রামে যাওয়া মানুষদের বাড়িঘরের নিরাপত্তার জন্য মহানগরে পুলিশের টহল স্বাভাবিক সময়ের চেয়ে বাড়ানো হয়েছে বলে তিনি জানান।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles