38 C
Kolkata
Monday, April 15, 2024
spot_img

বসিরহাটের ঘোজাডাঙ্গায় ভাঙচুর চেকপোস্ট, সীমান্তরক্ষীদের মারধোর

 

শান্তনু বিশ্বাস, বসিরহাটঃ তৃণমূল শ্রমিক সংগঠনের এক শ্রমিক কে হেনস্থা করার প্রতিবাদে, বসিরহাট ঘোজাডাঙ্গা সীমান্তরক্ষী বাহিনীদের মারধোর করা হয়, এমনটাই দাবী করেছে সীমান্তরক্ষীরা। মারধোরের সঙ্গে ভাঙচুর করা হয় চেকপোস্ট। আর কিছু দিনের মধ্যেই এই ঘোজাডাঙ্গা সীমান্ত আন্তর্জাতিক স্থলবন্দরের তকমা পেতে চলেছে। সে জন্য এই সিমান্তে বাড়তি নজরদারী ও চেকিং করা হচ্ছে। এই চেকিং করা কে কেন্দ্র করে ১৩ই আগস্ট, সোমবার সকালে উত্তাল হয়ে পরে এই ঘোজাডাঙ্গা সীমান্ত। অভিযোগ, সীমান্তরক্ষী বাহিনীরা পরিচয় পত্র দেখানোর নাম করে সীমান্তে আনলোড কর্মীদের নানা রকম ভাবে হেনস্থা করছে গত কয়েক দিন ধরে। সোমবার সকালে তৃণমূল শ্রমিক সংগঠনের এক শ্রমিক কে হেনস্থার প্রতিবাদে সংগঠনের অন্য শ্রমিকরা ও স্থানীয় গ্রামবাসীরা প্রতিবাদ করে। এই হেনস্থা করার প্রতিবাদে সোমাবার ১৫৩ নম্বর ব্যাটেলিয়ানের জাওয়ানদের উপর হামলা করে তারা।

গ্রামবাসী ও সংগঠনের কর্মীদের হামলায় আহত হয় কর্মরত বিউটি মণ্ডল ও রাজেশ গুজ্জর নামে দুই জাওয়ান। বর্তমানে তারা এখন বসিরহাট জেলা হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মারধরের পাশাপাশি ভাঙচুর চালানো হয় চেকপোস্টেও। এই ঘটনায় প্রায় এক ঘণ্টা বন্ধ থাকে আমদানি রপ্তানি। পরে ঘটনার খবর পেয়ে ঘটনা স্থলে এসে পৌছায় ১৫৩ নম্বর ব্যাটেলিয়ানের আধিকারিক সুরেন্দ্র সিং। তার উপস্থিতিতে স্বাভাবিক হয় পরিস্থিতি।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles