পল মৈত্র, বালুরঘাটঃ আত্রেয়ী বাঁচাও আন্দোলনকে মডেল করে বাংলাদেশের উত্তর অংশে গড়ে উঠবে নদী বাঁচাও আন্দোলন। দিশারী সংকল্প নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন বালুরঘাটে আত্রেয়ী বাঁচাও আন্দোলন গড়ে তুলে আন্তর্জাতিক মঞ্চে নদী বাঁচাও আন্দোলনকে পৌঁছে দিয়েছে, এবং সেই একই ধাঁচে বাংলাদেশের উত্তর অংশেও নদী বাঁচাও আন্দোলন গড়ে তোলা হবে ১১ই আগস্ট, শনিবার বাংলাদেশের জয়পুরহাটে ভারত-বাংলাদেশ পরিবেশ সচেতন সংগঠন গুলির বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বালুরঘাটের দিশারী সংকল্প এবং জয়পুরহাটের পরিবেশ সচেতন সমাজের যৌথ আয়োজনে এই বৈঠকে উপস্থিত ছিলেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ-পরিবেশ প্রেমী, অধ্যাপক, সমাজকর্মী, আইনজীবী, শিল্পী, সাহিত্যিক, ছাত্র প্রমুখ। আত্রেয়ী ও ছোট যমুনা কে তাদের পুরোনো ছন্দে ফিরিয়ে দেওয়ার লক্ষে স্কুলের ছাত্র ছাত্রী, স্থানীয় ইউনিয়ান কাউন্সিল, প্রশাসনিক আধিকারিক সকলকে যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয় এই বৈঠকে।
Thank you for reading this post, don't forget to subscribe!