ওয়েবডেস্ক, বেঙ্গল টুডে:
Thank you for reading this post, don't forget to subscribe!
রেলের প্রবেশিকা পরীক্ষায় বিহার এবং কেরলে প্রতিবাদ-আন্দোলনের জেরে বেশ কিছু বিধি-নিষেধ তুলে নিল রেল। পাশাপাশি বয়সের উর্ধ্বসীমা বাড়িয়ে দেওয়া হয়। এক্ষেত্রে ১৯ শে ফেব্রুয়ারি রেলের তরফে জানানো হয়, আরও বেশি সংখ্যক আঞ্চলিক ভাষাতেও প্রবেশিকা পরীক্ষা দেওয়া যাবে। আর তাই এখন থেকে বাংলা এবং মালায়লাম ভাষাতেও রেলের প্রবেশিকা পরীক্ষা দেওয়া যাবে। এছাড়া অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এবং লোকো পাইলট পদের জন্যে অসংরক্ষিত ক্যাটাগরিতে যাঁরা আবেদন করবেন, তাঁদের বয়সের উর্ধ্বসীমা ২৮ থেকে বাড়িয়ে ৩০ করা হয়েছে। ওবিসি শ্রেণীর জন্যে বয়সের উর্ধ্বসীমা ৩১ থেকে বাড়িয়ে ৩৩ করা হয়েছে। এসসি এবং এসটি ক্যাটাগরির জন্যে বয়সের উর্ধ্বসীমা ৩১ থেকে বাড়িয়ে ৩৫ করা হয়েছে।
অপরদিকে গ্রুপ ডি শ্রেণীর পরীক্ষার জন্যে অসংরক্ষিত ক্যাটাগরির বয়সের উর্ধ্বসীমা ২৮ থেকে বাড়িয়ে ৩০ করা হয়েছে। ওবিসি শ্রেণীর জন্যে বয়সের উর্ধ্বসীমা ৩৪ থেকে ৩৬ করা হয়েছে, এমনকি এসসি-এসটিদের জন্যেও বয়সের উর্ধ্বসীমা পরিবর্তন করা হয়েছে ৩৬ থেকে ৩৮। এর আগে জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে রেলের গ্রুপ-সি লেভেলে ৯০ হাজার শূন্যপদ পূরণের জন্যে অনলাইনে বিজ্ঞাপন দেওয়া হয়েছিল। সেই পরীক্ষার জন্যে মালায়লাম, তামিল, কানাড়া, ওড়িয়া, তেলেগু, বাংলা এবং অন্যান্য আঞ্চলিক ভাষায় প্রশ্নপত্র তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রসঙ্গত, এই গ্রুপ সি লেভেলের পরীক্ষার জন্যে কেরলের পরীক্ষার্থীরা আগে মালায়লাম ভাষায় পরীক্ষা দেওয়ার আবেদন জানিয়েছিল। সেই নিয়েই ছিল সেখানকার পরীক্ষার্থীদের বিক্ষোভ। অন্যদিকে বিহারের পরীক্ষার্থীরা বয়স কমিয়ে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ দেখিয়েছিল।