Thank you for reading this post, don't forget to subscribe!
জয় চক্রবর্তী, বনগাঁঃ বিশ্বজিৎ সাহা (২৮) ও নুতু চক্রবর্তী (২৬) নামে দুই যুবককে বনগাঁর ত্রাস অসীম ভট্টাচার্য্যের খুনের অভিযোগে গ্রেফতার করল বনগাঁ থানার পুলিশ। ২৬শে জুলাই, বৃহস্পতিবার রাত ১০ টা নাগাদ চাঁপাবেড়িয়া বাঁওড় এলাকা থেকে গ্রেফতার করে৷ সূত্রের খবরে জানা যায়, গত ১৪ই জুলাই, শনিবার সকালে চাঁপাবেড়িয়া এলাকার একটি পুকুর থেকে কুখ্যাত দুষ্কৃতী অসীম ভট্টাচার্যর (৫২) কে কুপিয়ে খুন করা হয় এবং পরে দেহ উদ্ধার হয়। অসীমের পরিবারের পক্ষ থেকে ৮ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে৷ অভিযোগের পর থেকেই এলাকা ছাড়া হয়েছিল ওই অভিযুক্তরা। অর্থের যোগান কমে যাওয়ায় গতকাল ধৃতরা টাকা পয়সা জোগাড় করতে এলাকায় ঢোকার চেষ্টা করে। তারা রাতে চাঁপাবেড়িয়া পুকুর এলাকায় লুকিয়ে আছে বলে পুলিশ বিশেষ সূত্রে জানতে পেরে তাদের গ্রেফতার করে৷ পুলিশ ধৃতদের ১০ দিনের পুলিশ হেফাজত চেয়ে ২৭শে জুলাই, শুক্রবার বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছে।