জয় চক্রবর্তী, গাইঘাটাঃ বড়োসড়ো বিপদের হাত থেকে রক্ষা গাইঘাটা থানার চাঁদপারা বাজারের আসা যাওয়া করা লকেরা। এসবিআই ব্যাঙ্কের ছাদে টাওয়ারের ব্যাটারী রুমে সকাল ৭ টা নাগাদ স্থানীয় লোকজন আগুন দেখতে পায়। পরে বৃহৎ আকার ধারন করে সেই আগুন। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কিভাবে আগুন লাগলো তদন্তে দমকল ও গাইঘাটা থানার পুলিশ। প্রাথমিক অনুমান করা হয়েছে সট সার্কিট থেকে এই আগুন লাগতে পারে বলে।
Thank you for reading this post, don't forget to subscribe!