Thank you for reading this post, don't forget to subscribe!
জয় চক্রবর্তী, গোপালনগরঃ মা ও মেয়েকে ভয় দেখিয়ে দিনের পর দিন জোড় করে ধর্ষণের অভিযোগ উঠল গৃহ শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার বৈরামপুর এলাকায়। অভিযুক্ত গৃহ শিক্ষকের নাম সাবি আলি মণ্ডল। বৈরামপুর প্রাইমারী স্কুলের শিক্ষক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপালনগর নহাটা কলেজের ১৭ বছর বয়সী প্রথম বর্ষের ছাত্রীর ওপর দিনের পর দিন অত্যাচার করে। তার বাবা কাজের জন্য ভিন দেশে থাকে। দীর্ঘ দিন ধরে ওই ছাত্রীর বাড়িতে এসে পড়াতো সাবি আলি মণ্ডল। প্রায় ১ বছর ধরে বাড়ি তার মা না থাকলেই সেই সুযোগ নিয়ে ছাত্রীকে ভয় দেখিয়ে জোড় করে ধর্ষণ করতো বলে অভিযোগ। মাস খানিক আগে ঘটনার কথা তার মা জানতে পারে। ছাত্রীর মা প্রতিবাদ করলে, রাতের অন্ধকারে তার বাড়ি ঢুকে খুনের হুমকি ও বাড়ি আগুন লাগিয়ে দেওয়ার ভয় দেখিয়ে জোড় করে তাকেও ধর্ষণ করে বলে অভিযোগ। এরপর থেকে যখন তখন সে বাড়িতে ঢুকে অত্যাচার করত মা ও মেয়ের উপর। রবিবার এমনই ঘটনা ঘোটার পর ছাত্রী ও ছাত্রীর মা গোপাল নগর থানায় দ্বারস্থ হয়। অভিযুক্তের শাস্তির দাবি করে লিখিত অভিযোগ করেন। পুলিশ রাতেই সাবি আলি মণ্ডলকে গ্রেফতার করে। সোমবার বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়।