28 C
Kolkata
Friday, September 22, 2023
spot_img

আইডিয়ার ম্যাজিক অফারে ৩ হাজার ৩০০ টাকা ক্যাশব্যাক

ওয়েবডেস্ক, বেঙ্গল টুডে:

Thank you for reading this post, don't forget to subscribe!

নতুন বছরের শুরুতেই জিও-র নতুন অফারে উৎসাহিত বহু গ্রাহক। এবার জিওকে জোর টেক্কা দিল টেলিকম সার্ভিস প্রোভাইডর আইডিয়া সেলুলার। ১৮ই জানুয়ারি ম্যাজিক ক্যাশব্যাক অফার ঘোষণা করল তারা। আইডিয়ার ম্যাজিক ক্যাশব্যাক অফারে ৩ হাজার ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবেন গ্রাহকরা।

মূলত ১০ ফেব্রুয়ারি ২০১৮ পর্যন্ত ম্যাজিক ক্যাশব্যাক অফারের বৈধতা দেবে টেলিকম সার্ভিস প্রোভাইডর আইডিয়া সেলুলার। এই সময়ের মধ্যে গ্রাহকরা অনলাইনে ৩৯৮ টাকার রিচার্জ করলেই পেয়ে যাবেন ৩ হাজার ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক।

উল্লেখ্য যে কোনও অনলাইন মাধ্যম থেকে ৩৯৮ বা তার থেকে বেশি টাকার ‘আনলিমিটেড’ রিচার্জ করলেই আইডিয়া গ্রাহকরা পেয়ে যাবেন ৫০ টাকার ৮টি ডিসকাউন্ট ভাউচার। পরবর্তী সময়ে ১ বছরের মেয়াদে ৩০০ টাকা বা তার থেকে বেশি অঙ্কের রিচার্জ করলে প্রতিবারে এই ৮টি ডিসকাউন্ট ভাউচারের মধ্যে থেকে ১টি করে ব্যবহার করতে পারবেন গ্রাহকরা।

এর পাশাপাশি গ্রাহকরা ২ হাজার ৭০০ টাকায় ৫টি শপিং কুপন পেয়ে যাবেন, যার মাধ্যমে তাঁরা আইডিয়া পার্টনার স্টোর বা ওয়েবসাইট থেকে কেনাকাটা করতে পারবেন। কোম্পানির ওয়েবসাইট মাই আইডিয়া অ্যাপ থেকে রিচার্জ করলে গ্রাহকরা ২০০ টাকা ক্যাশব্যাকও পেয়ে যাবেন।

Related Articles

Stay Connected

0FansLike
3,869FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles