28 C
Kolkata
Friday, September 22, 2023
spot_img

ইতিহাস গড়ে ৩৫ হাজারের সীমা ছাড়িয়ে গেল সেনসেক্স

ওয়েবডেস্ক, বেঙ্গল টুডে:

Thank you for reading this post, don't forget to subscribe!

ইতিহাস গড়ে ৩৫ হাজারের সূচক ছাড়াল সেনসেক্স। মূলত নিফটি বাজার বন্ধের সময় সূচক থেমেছিল ১০ হাজার ৭৫৭ পয়েন্টে। ১৭ ই জানুয়ারি আইসিআইসিআই, ইনফোসিসের বাজার চাঙ্গা হতেই চড়চড় করে উপরে উঠতে থাকে শেয়ার বাজার।

প্রসঙ্গগত বিগতবছরে এই সময়ে বাজারের অবস্থা বিশেষ ভালো ছিল না। নোট বাতিলের জেরে কিছুটা থমকে গিয়েছিল। তবে এবছর শুরু থেকেই ভালোভাবে শুরু হয়েছে মার্কেটের যাত্রা।

বিশেষত এদিন বাজার বন্ধের সময় সেনসেক্স ছিল ৩৫, ০০২.৭৮ পয়েন্ট। বেড়েছে ২৩১.৭৩ পয়েন্ট। নিফটি ছিল ১০,৭৫৭.০৫ পয়েন্ট। বেড়েছে ৫৬.৬০ পয়েন্ট।

ইনফোসিসের পাশাপাশি টিসিএস, এইচসিএল, টেক মাহিন্দ্রার শেয়ার একবছরে সর্বোচ্চ সীমা ছোঁয়। এদিন ব্যাঙ্কিং সেক্টরের স্টকও ভালো ফল করেছে। এসবিআইয়ের বৃদ্ধি হয়েছে ৩.৭ শতাংশ, অন্যদিকে অ্যাক্সিস ব্যাঙ্ক ৩.৯ শতাংশ ও আইসিআইসিআই ব্যাঙ্কের স্টকের বৃদ্ধি হয়েছে ২.৭৩ শতাংশ হারে।

Related Articles

Stay Connected

0FansLike
3,869FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles