20 C
Kolkata
Saturday, December 2, 2023
spot_img

নোটবন্দির ১৪ মাস পর উদ্ধার বিপুল পরিমানে বাতিল নোট

ওয়েবডেস্ক, বেঙ্গল টুডে:

Thank you for reading this post, don't forget to subscribe!

২০১৬ সালের ৮ ই নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ঘোষণায় আলোড়ন পরে যায় গোটা দেশ জুড়ে। সেই ঘোষণা অনুযায়ী পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল হয়ে যায়। আর তারপর সেই বাতিল নোটের পরিবর্তে নতুন ২০০০ ও ৫০০ টাকার নোট বাজারে এল।

এমনকি এর দরুন ব্যাঙ্কে পুরনো নোট জমা দেওয়ার একটি নির্দিষ্ট সময়সীমা বেধে দেওয়া হয়। এরপর থেকে ব্যাঙ্কের সময়সীমা পেরিয়ে গেলেও, দেশ জুড়ে মাঝে মধ্যেই উদ্ধার হতে থাকে পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট। কখনও আবর্জনার স্তূপ কিংবা গাড়ি অথবা আয়কর দফতরের তল্লাশিতে উদ্ধার হতে থাকে বাতিল নোট। কিন্তু এবার এত টাকা উদ্ধার হয়েছে যা দেখে চক্ষু চড়কগাছ হয়ে গিয়েছে তদন্তকারীদের। কানপুর থেকে উদ্ধার হয়েছে ১০০ কোটির টাকার পুরনো নোট।

প্রসঙ্গগত এনআইএ ও উত্তরপ্রদেশ পুলিশের একটি বিশেষ দলের সুত্র মারফত তল্লাশি চালিয়ে কানপুরের স্বরূপনগর এলাকায় একটি নির্মীয়মান বাড়ি থেকে প্রায় ১০০ কোটি টাকার পুরনো নোট উদ্ধার করেন। তবে এক্ষেত্রে তদন্তকারীদের সন্দেহ ওই টাকাগুলি নতুন নোটে বদলে ফেলারই ছক ছিল দুষ্কৃতীদের। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।

অপরদিকে নোট বাতিলের পর দাবি করা হয়েছিল ৯৯ শতাংশ পুরনো নোটই ফিরে এসেছে ব্যাঙ্কগুলিতে। গত বছর নভেম্বর মাসে দিল্লি থেকে ৩৬ কোটি টাকার বাতিল নোট উদ্ধার করে পুলিশ। তবে এবার ১০০ কোটি টাকা উদ্ধার হওয়ার পিছনে কোনও আন্তর্জাতিক চক্র জড়িত রয়েছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে। কিন্তু সময়সীমা পার হয়ে যাওয়ার পর থেকেই উদ্ধার হয়ে চলেছে বাতিল নোট।

Related Articles

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles