29 C
Kolkata
Saturday, July 27, 2024
spot_img

জঙ্গলমহলের সার্বিক পরিস্থতি খতিয়ে দেখতে বৈঠক রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্র কুমারের

সন্দীপ ঘোষ, ঝাড়গ্রাম:

জঙ্গলমহলের সার্বিক পরিস্থতি খতিয়ে দেখতে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করলেন রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্র কুমার। ১২ই জুন ঝাড়গ্রাম জেলা পুলিশ সুপারে মিটিং হলে ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরের পু্‌লিশ সুপার সহ রাজ্য পুলিশের আরো অন্যান্য উচ্চ আধিকারিকদের নিয়ে গুরুত্বপূর্ন বৈঠক সারলেন রাজ্য পুলিশের ডিজি। জঙ্গলমহলে তথা ঝাড়গ্রাম জেলার আন্তঃরাজ্য সীমানা এলাকায় মাওবাদীদের গতিবিধি সহ আদিবাসী অধ্যুষিত গ্রাম গুলিতে মানুষজনের ক্ষোভ বিক্ষোভের পিছনে মাওবাদীদের কোন ছায়া আছে কিনা এই বিষয় গুলিও এই গুরুত্বপূর্ন বৈঠকে উঠে আসে বলে জানা গিয়েছে। যদিও ঝাড়গ্রাম জেলা পুলিশ আধিকারিকদের মতে এই বৈঠক একটি রুটিন বৈঠক। সার্বিক আইন শৃঙ্খলা খতিয়ে দেখতেই এই বৈঠক।

[espro-slider id=8914]

সম্প্রতি ঝাড়গ্রাম জেলার ৩ টি থানার আইসিদের বদলির অর্ডার এসেছে। সব মিলিয়ে জঙ্গলমহলে সীমানাবর্তী এলাকায় নিরাপত্তা ব্যবস্থা এবং আইন শৃঙ্খলা খতিয়ে দেখতে এই বৈঠক বলে জানা যায়। এদিন ঝাড়গ্রাম জেলা পুলিশ সুপারের মিটিং হলে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশর ডিজি বীরেন্দ্র কুমার, রাজ্য নিরপত্তা উপদেষ্টা সুরজিৎকর পুরকায়স্ত, আইজি (পশ্চিমাঞ্চল)রাজীব মিশ্র, ডিআইজি (মেদিনীপুর রেঞ্জ)বাস্তব বৈদ্য, এডিজি গঙ্গেশ্বর সিংহ ,ঝাড়গ্রামের পুলিশ সুপার অমিতকুমার ভরত রাঠোর,পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার অলোক রাজোরিয়া সহ অন্যান্য আধিকারিক।

উল্লেখ্য অপরদিকে এদিন বৈঠকের পর রাজ্য পুলিশের ডিজি সহ অন্যান্য আধিকারিকেরা বেলপাহাড়ির ছুরিমারায় ঝাড়গ্রাম জেলা পুলিশের উদ্যোগে “মিশন হাজর” এই কর্মসুচিতে ওই সব এলাকার প্রায় ২০ টি ক্লাবকে খেলাধুলার সমগ্রী বিতরণ করা হয়। ফুটবল, ক্রিকেট, বল, নেট সহ বিভিন্ন খেলার সরঞ্জাম দেওয়া হয় ক্লাব গুলিকে।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles