29 C
Kolkata
Thursday, July 25, 2024
spot_img

তেলের ট্যাঙ্কারে আগুন, মৃত ১

ওয়েবডেস্ক, বেঙ্গল টুডেঃ

১২ই জুন ভোর রাতে দত্তপুকুরের ৩৫ নম্বর জাতীয় সড়কের চালতাবেড়িয়ার নতুন রাস্তার মোড়ে তেলের ট্যাঙ্কার উল্টে গিয়ে ভস্মীভূত হয় ট্যাঙ্কারটি। ঘটনার জেরে অগ্নিদগ্ধ হয়ে মৃত এক ব্যক্তি। তবে এখনও পর্যন্ত মৃত ব্যক্তির কোন পরিচয় পাওয়া যায়নি। যদিও অপরদিকে ঘটনার সাথে সাথে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এদিন রাত ৩টে নাগাদ কলকাতা থেকে হাবড়ার গামী ওই ট্যাঙ্কারটি দত্তপুকুর চাতলাবেরিয়া মোড়ে দ্রুতগতিতে যাওয়ার সময় রাস্তার উপর একটি পেট্রোল পাম্পের সামনে উল্টে যায় এবং দাউ দাউ করে জ্বলতে থাকে। এরপর পেট্রল পাম্পের কর্মীরা গাড়ির চালক ও খালাসিকে গাড়ি থেকে কোনওরকমে বের করে নিয়ে আসেন এবং দমকলে খবর দিলে সাথে সাথে দমকলের ২টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করে। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পরে এদিন সকালে গাড়ির ভিতর থেকে একজনের মৃতদেহ উদ্ধার হয়।

[espro-slider id=8919]

 

দমকল কর্মীরা জানান, গাড়িতে ডিজেল থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ কিছুক্ষণ সময় লাগে। মূলত গাড়িটি উল্টে গিয়ে আগুন লেগে যায়। ঠিক সময়ে পেট্রল পাম্পের কর্মীরা না এলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত। গাড়িটি ভস্মীভূত হয়েছে।

পুলিশের অনুমান, গাড়ির ভিতরেই চালক ও খালাসির সঙ্গেই ছিলেন ওই ব্যক্তি। তিনি বেরোতে পারেননি। মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি। চালক ও খালাসিকে জিজ্ঞাসাবাদ করে মৃত ব্যক্তির পরিচয় জানবে পুলিশ। পাশাপাশি ট্যাঙ্কারের মালিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে ।

ঘটনার দরুন এদিন সকালে এলাকায় যান চলাচল ব্যাহত হয়। তবে বেলা বাড়ার সাথে সাথে যান চলাচল স্বাভাবিক হয়।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles