35 C
Kolkata
Thursday, March 28, 2024
spot_img

SCO অঞ্চলের সঙ্গে সুসম্পর্কে অগ্রাধিকার দেবে ভারত : নরেন্দ্র মোদি

ওয়েব ডেস্ক, বেঙ্গল টুডেঃ

“যোগাযোগ ব্যবস্থা ও ডিজিটাল প্রযুক্তির উন্নতি বর্তমানে ভূগোলের সংজ্ঞাটাই পালটে দিয়েছে। তাই আধুনিক প্রযুক্তির মাধ্যমে মানুষ এখন পরস্পরের আরও কাছাকাছি এসেছে। SCO অন্তর্ভুক্ত দেশগুলিরও এভাবে পরস্পরের আরও কাছাকাছি আসা উচিত। ১০ই জুন সাংহাই কঅপারেশন (SCO) সম্মেলনে এই কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কুইংডাও-এ SCO-র ১৮তম বার্ষিক সম্মেলনে নরেন্দ্র মোদি এদিন বক্তব্য রাখেন। সেখানে তিনি বলেন, “প্রতিবেশী দেশ ও SCO অঞ্চলের সঙ্গে সুসম্পর্ক স্থাপনকে অগ্রাধিকার দেবে ভারত।”

SCO-র অন্তর্ভুক্ত দেশের পর্যটকদের ভারত ভ্রমণের আহ্বান জানিয়ে নরেন্দ্র মোদি বলেন, “এই দেশগুলি থেকে মাত্র ৬ শতাংশ পর্যটক ভারতে আসে। যা অতি সহজেই দ্বিগুণ হতে পারে। পর্যটকের সংখ্যা বাড়াতে বাইরের দেশগুলির সংস্কৃতি সম্পর্কে আমাদের সচেতনতা বাড়াব। আমরা SCO দেশগুলির খাবারের উপর উৎসবের আয়োজন করব। বৌদ্ধদের জন্যও অনুষ্ঠান হবে।”

পাশাপাশি এই সম্মেলনে সন্ত্রাসবাদ নিয়ে উদ্বেগপ্রকাশ করেন মোদি। তিনি বলেন, “সন্ত্রাসবাদের প্রভাব ঠিক কতটা তার দুর্ভাগ্যজনক উদাহরণ আফগানিস্তান। আমি আশা করব, সন্ত্রাস দমন করে শান্তি ফিরিয়ে আনতে আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরফ ঘনি সাহসী পদক্ষেপ নেবেন।”

প্রসঙ্গগত SCO-র বার্ষিক সম্মেলনে যোগ দিতে দু’দিনের সফরে ৯ই জুন কুইংডাও এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সম্মেলনের ফাঁকে চিনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের সঙ্গে তিনি বৈঠক করেন। বৈঠকের পর দু’দেশের মধ্যে দুটি MoU স্বাক্ষর হয়েছে। তারমধ্যে রয়েছে ব্রহ্মপুত্র নদী বিষয়ক একটি MoU। দ্বিতীয়টি স্বাক্ষর হয়েছে ভারত থেকে চিনে চাল রপ্তানির বিষয়ে।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles