29 C
Kolkata
Saturday, July 27, 2024
spot_img

বাংলাদেশে ট্যারিফ কমিশন সংশোধনী পরীক্ষা-নিরীক্ষায় কমিটি

মিজান রহমান, ঢাকা:

বাংলাদেশ ট্যারিফ কমিশন (সংশোধন) আইন, ২০১৮ এর খসড়া পরীক্ষা-নিরীক্ষায় একটি কমিটি করেছে মন্ত্রিসভা। আইনটি সংশোধনে মন্ত্রিসভায় প্রস্তাব তোলা হলে তা অনুমোদন না দিয়ে খসড়া আইনটি পরীক্ষা করতে এই কমিটি করেছে বাংলাদেশ সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ৪ ঠা জুন সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত সভায় আইন সংশোধনের জন্য প্রস্তাব উপস্থাপন করা হয়েছিল।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগ সচিব মোহাম্মদ শফিউল আলম সচিবালয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, এই ইস্যুতে বিস্তারিত আলোচনার পর পরীক্ষা-নিরীক্ষার জন্য একটি কমিটি করা হয়। কমিটিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিবকে আহ্বায়ক করে ৬ সদস্যের একটি কমিটি করা হয়েছে। অর্থ সচিব, বাণিজ্য সচিব, এনবিআর চেয়ারম্যান, শিল্প সচিব ও ট্যারিফ কমিশনের চেয়ারম্যানকেও কমিটিতে রাখা হয়েছে। ট্যারিফ কমিশনের চেয়ারম্যান কমিটিতে সাচিবিক দায়িত্ব পালন করবেন।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles