30 C
Kolkata
Thursday, April 18, 2024
spot_img

বাংলাদেশে ৬ লাখ শিক্ষার্থীকে উচ্চমাধ্যমিক পর্যায়ে উপবৃত্তি

মিজান রহমান, ঢাকা:

বাংলাদেশে উচ্চ মাধ্যমিক পর্যায়ে ৬ লাখের বেশি শিক্ষার্থীকে ৩ রা জুন উপবৃত্তির টাকা দেওয়া হবে। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সহজেই এ টাকা উত্তোলন করতে পারবে শিক্ষার্থীরা। উচ্চ মাধ্যমিক উপবৃত্তি প্রকল্প সূত্রে জানা যায়, বিদ্যালয়ের ৪০ শতাংশ ছাত্রী ও ১০ শতাংশ ছাত্র এ উপবৃত্তির টাকা পাবে। দ্বিতীয় ধাপের টাকা আগামী ডিসেম্বর মাসে দেওয়া হবে। এ বছর মোট ৬ লাখ ২ হাজার শিক্ষার্থীকে উপবৃত্তির আওতায় আনা হবে। এ জন্য সরকারের তহবিল থেকে প্রায় ১৬২ কোটি ৫৪ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে।

প্রকল্প কর্মকর্তারা জানান, ২০১৭-১৮ শিক্ষাবর্ষে এ প্রকল্পের মাধ্যমে শিক্ষার্থীদের টিউশন ফি, বই ক্রয়, ফর্মপূরণ সহ অন্যান্য খরচের জন্য বিজ্ঞান শিক্ষার্থীদের বার্ষিক ২ হাজার ৮০০ এবং মানবিক, কারিগরি ও মাদ্রাসা শিক্ষার্থীদের ২ হাজার ১০০ টাকা হারে উপবৃত্তি দেওয়া হবে।

প্রকল্পের উপপরিচালক এস এম সাইফুল আলম বলেন, সারাদেশে উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের পড়ালেখা বাবদ তাদের অভিভাবকদের ব্যয় কমাতে গত কয়েক বছর ধরে 'উচ্চ মাধ্যমিক উপবৃত্তি প্রকল্প' চালু রয়েছে। এর মাধ্যমে প্রতি বছর বিপুল শিক্ষার্থী উপবৃত্তি পাচ্ছে। প্রসঙ্গত, শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে ২০১৪ সালে 'উচ্চ মাধ্যমিক উপবৃত্তি প্রকল্প' চালু হয়। ২০১৭ সালের জুলাইয়ে প্রকল্পের মেয়াদ শেষ হলেও তা আরও দুই বছর বাড়ানো হয়।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles