26 C
Kolkata
Friday, September 22, 2023
spot_img

হাবড়ায় পঞ্চায়েত ভোটে বেশির ভাগ আসনে জয়ী তৃনমূল

শান্তনু বিশ্বাস, হাবড়াঃ

Thank you for reading this post, don't forget to subscribe!

১৭ই মে সকাল থেকেই শুরু হয়ে যায় পঞ্চায়েত ভোটের গননা। আর এই গননার ফলাফল হিসাবে জানা যায়, উত্তর ২৪ পরগণার হাবড়ার ২ নম্বর ব্লকের ৩ টি পঞ্চায়েতের ফল ঘোষনা হয় যার মধ্যে বেরাবেরি পঞ্চায়েতে ১৭টি আসনের মধ্যে তৃনমূলের ১৩টি আসন, বিজেপির ২টি আসন নির্দল প্রার্থী ২টি আসন এবং সিপিএমের ঘরে কোন আসন নেই। হাবড়ার ভুরকুন্ডা পঞ্চায়েত মোট ২১ টি আসনের মধ্যে তৃনমূলের ১৬ বিজেপি ৫। অন্যদিকে হাবড়ার শ্রীকৃষ্ণপুর পঞ্চায়েত মোট ১৪ টি আসনে তৃনমূল ৯ টি সিপিএম ৫ টি আসনে জয় করেন।

পঞ্চায়েতের ভোট গণনা চলাকালীন হাবড়ায় ব্যাপক উত্তেজনা ও মারধরের ঘটনা বুথের ভেতর থেকেই গণনা কেন্দ্র থেকেই বের করে দেওয়া হল বিজেপি প্রার্থী এবং সিপিএম প্রার্থী ও এজেন্টদের। এর জেরে উত্তেজনা ছড়ায় হাবড়া চৈতন্য কলেজে। তৃণমূল কর্মীদের বহিরাগতরা বুথে ঢুকে হাঙ্গামা চালায় বলে অভিযোগ। পাশাপাশি পুলিশ প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করেছে ভোট বয়কট করে বেরিয়ে এসে ৩ টি পঞ্চায়েতের বহু প্রার্থী পঞ্চায়েত গুলোর মসলন্দপুর ওয়ান আর পৃথিবা এবং কুমড়া পঞ্চায়েত। তিনটে পঞ্চায়েতেই অনেকটা এগিয়েছিল বিরোধী প্রার্থীরা এমনটাই দাবি আক্রান্ত প্রার্থী এজেন্টদের। এখন বুথের ভেতরে শুধুমাত্র তৃণমূল কর্মী এজেন্টরাই রয়েছে বলে জানা যায়।

সুত্রের খবর, এদিন হাবড়ার গণনা কেন্দ্রের সামনে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। ১৪৪ ধারা অমান্য করে রয়েছে তৃণমূল কর্মীদের জটলায় পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। এমনকি হাবড়া দুই নম্বর ব্লকের গননা কেন্দ্রের ভেতর বিজেপির এজেন্টের সাথে তৃনমূল প্রার্থীর বচসা। কর্তব্যরত পুলিশ এসে তৃনমূলের রাজীবপুর পঞ্চায়েতের তৃনমূল প্রার্থী শেখ মিনাজ উদ্দিনকে বেধরক মারধর করলে গননা কেন্দ্রে উত্তেজনার সৃষ্টি হলে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী উপস্থিত হয়।

হাবড়া ২নম্বর ব্লকের অশোকনগর বাঁশপুল পঞ্চায়েতে তৃনমূলের প্রধান ও উপপ্রধানের পরাজয়। তৃনমূল ২, বিজেপি ১, কংগ্রেস ২
নির্দল ১। অপরদিকে এদিন মোট ৭ টা পঞ্চায়েত তার মধ্যে ৪ টির এখনও পর্যন্ত রেজাল্ট বেরিয়েছে ৪ টিতেই জিতল তৃণমূল। পঞ্চায়েত গুলি হল বেড়গুম ১, বেড়গুম ২, মসলন্দপুর ১ ও রাউতাড়া পঞ্চায়েত।

প্রসঙ্গগত হাবড়া এক নম্বর ব্লকের অশোকনগরে আটটি পঞ্চায়েতের ভেতর ৭ টি দখল করলো তৃনমূল একটি ত্রিশঙ্কু।গুমায় ৭ তৃনমূল ৩ বিজেপি, রাজীবপুরে তৃনমূল ১৬ বিজেপি ৩ নির্দল ২ আসন জয় করেন। তবে ২০ নম্বরে তৃনমূল বিরোধী শুন্য। গুমা ২ নম্বর বুথে ১৩টি তৃনমূল ২টি বিজেপি ১টি নির্দল ৩টি সিপিএম জয় করেন।

Related Articles

Stay Connected

0FansLike
3,868FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles